যুগ্ম সচিব জামসেদ আহমেদের মৃত্যু

কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জামসেদ আহমেদ খন্দকার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Oct 2014, 11:59 AM
Updated : 17 Oct 2014, 11:59 AM

পরিবারের সদস্যরা জানান, রাজধানীর ন্যাশনাল  হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল সাড়ে ১০টায় তার মৃত্যু হয়। এই সরকারি কর্মকর্তার বয়স হয়ছিল ৫৩ বছর।

যুগ্ম সচিব হিসাবে পদোন্নতি পাওয়ার আগে জামসেদ আহমেদ খন্দকার কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর একান্ত সচিব ছিলেন।

তাকে ফেনীর ছাগলনাইয়ার মিজতানুয়ায় গ্রামের বাড়িতে দাফন করার কথা রয়েছে।

জামসেদ খন্দকার স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন।

তার মৃত্যুতে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ও সচিব এসএম নাজমুল ইসলাম শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন।