মোহাম্মদপুরে হিযবুত-পুলিশ সংঘর্ষ, একজন আহত

রাজধানীর মোহাম্মদপুরে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরির কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে একজন আহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Oct 2014, 10:41 AM
Updated : 17 Oct 2014, 09:31 PM
শুক্রবার দুপুরে ইকবাল রোডে  এ সংঘর্ষ হয় বলে মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) রাজীব ভূঁইয়া জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর ২টার দিকে হিযবুত তাহরির একটি মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে হাতবোমা ছোড়া হয়।পুলিশ রাবার বুলেট ও ছররা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এসময় মো. নাফিজ (৩৮) নামে এক যুবক আহত হন। তার বাসা মোহাম্মদিয়া হাউজিংয়ে।

ছররা গুলিবিদ্ধ নফিজকে আটক করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে এসআই রাজীব জানিয়েছেন।

এদিকে ঘটনার পরপরই পুলিশ নাফিজের মোহাম্মদীয় হাউজিং সোসাইটির বাসায় অভিযান চালিয়ে হিযবুত তাহরিরের বেশ কিছু লিফলেট ও বই উদ্ধার করে।

মোহাম্মদপুর থানার ওসি আজিজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  বাবা-মা আর স্ত্রীকে নিয়ে ওই বাসায় থাকেন নাফিজ। তারা বাবা আব্দুস সালাম একজন  গার্মেন্ট ব্যবসায়ী।

আজিজুল বলেন, “নাফিজকে গ্রেপ্তার করার সময় সে পুলিশকে শরীর স্পর্শ করতে নিষেধ করে। সে বলে- ‘আমি আল্লাহর রাস্তায় আছি, আপনারা পুলিশ আমাকে ছোঁবেন না’।” 

নাফিজের বাসায় অভিযান চালানোর সময় তার মাও পুলিশকে বলেন, “নাফিস সঠিক পথেই আছে। নাফিজকে গ্রেপ্তার করায় আল্লাহর কাছে একদিন আপনাদের জবাব দিতে হবে।”

এ ঘটনায় মামলা করার প্রস্তুতি নিচ্ছে মোহাম্মদপুর থানা পুলিশ।