ঢাবি ভর্তি: ‘দ্বিতীয়’ সুযোগ চেয়ে বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশ গ্রহণের সুযোগ বন্ধ করার প্রতিবাদে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Oct 2014, 07:07 AM
Updated : 17 Oct 2014, 10:35 AM

শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ক্যাম্পাসের রাজু ভাস্কর্যের সামনে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, প্রতিবছর এইচএসসি পরীক্ষার পর চার থেকে পাঁচ মাস সময় পাওয়া গেলেও এ বছর তারা মাত্র দুই মাসের মতো সময় পেয়েছিল, যে কারণে প্রস্তুতি ভালো না থাকায় অনেকেই সুযোগ পায়নি।

ঢাবিতে প্রতিবারই মোট আসনের অর্ধেক আসনে দ্বিতীয়বার অংশ নেওয়া শিক্ষার্থীরা সুযোগ পায় বলেও জানান তারা।

গত মঙ্গলবার ভর্তি পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে শিক্ষার্থীদের দ্বিতীয় দফায় পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ বন্ধ করার সিদ্ধান্ত নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এ বিষয়ে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক তাদের যুক্তি তুলে ধরে বলেন, বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাওয়ায় একদিকে যেমন প্রথমবার পরীক্ষা দেওয়া শিক্ষার্থীরা বঞ্চিত হয়, অপরদিকে পুরাতন শিক্ষার্থীরা কোচিং সেন্টারগুলোর সহযোগিতা নিয়ে ভর্তি পরীক্ষাগুলোতে জালিয়াতি করার চেষ্টা করে।

দ্বিতীয় দফায় ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া বন্ধ হলে পরীক্ষার্থীর সংখ্যা কমে যাবে এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই সব পরীক্ষা নেওয়া যাবে বলেও মনে করছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এতদিন এইচএসসি উত্তীর্ণরা টানা দুইবার ভর্তি পরীক্ষায় বসার সুযোগ পেতেন।

শুক্রবারের বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী মাকরুবা তাবাসসুম ফারিয়া বলেন, “ঢাবির এই সিদ্ধান্তের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা। আমাদের একদিকে প্রস্তুতির সময় কম দেওয়া হয়েছে, অপরদিকে দ্বিতীয়বার পরীক্ষার সুযোগও বন্ধ করা হয়েছে।

“আমরা চাই কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে আর একবার অন্তত আমাদের সুযোগ করে দিক।”

শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক আমজাদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভর্তিচ্ছুরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করলে আমরা তাদের বাধা দেব না।”