লতিফের বিরুদ্ধে তিন জেলায় ৪ মামলা

হজ ও তাবলিগ জামাত নিয়ে মন্তব্য করা অভিযোগে আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে রাজশাহী, নাটোর ও মাগুরায় চারটি মামলা হয়েছে।

মাগুরা প্রতিনিধিরাজশাহী, নাটোর ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Oct 2014, 04:52 PM
Updated : 16 Oct 2014, 04:52 PM

সব মামলায় ভিন্ন ভিন্ন তারিখে তাকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে আদালত ।

বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মুখ্য মহানগর হাকিম মিজানুর রহমানের আদালতে মামলাটি করেন নগরীর রাজারহাতা এলাকার আরিফুল শেখ রনি নামে এক ব্যক্তি।

বাদীর আইনজীবি আলী আশরাফ হোসেন জানান, আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে দণ্ডবিধির ২৯৮ এর ২৯৫  ধারায় অভিযোগ আনা হয়েছে।  মামলাটি আমলে নিয়ে তাকে আগামী ২৩ ডিসেম্বর সশরীরে  হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

এদিকে নাটোরে আরিফ হোসেন নামে এক আইনজীবি বাদী হয়ে বৃহস্পতিবার সকালে জ্যেষ্ঠ বিচারিক হাকিম ইসরাত জাহানের আদালতে দুটি মামলা করেন।

উভয় মামলায় লতিফ সিদ্দিকীকে ১৮ ডিসেম্বর সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানান নাটোর আদালতের পুলিশের এএসআই সাইফুল ইসলাম।

বৃহস্পতিবার দুপুরে মাগুরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফারাহ মামুনের আদালতে একটি মামলা করেন সৈয়দ রফিকুল ইসলাম তুষার  নামের এক ব্যক্তি।

আগামী ১১ ডিসেম্বর আদালতে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেন বলে জানান বাদীর পক্ষে আইনজীবি ওয়াশিকুর রহমান কল্লোল।