গাজীপুরে ভেজাল তেলের কারখানা সিলগালা

গাজীপুর সদর উপজেলার অবৈধভাবে বোতলজাত ও বাজারজাত করার অভিযোগে অনুমোদনহীন একটি কারখানা সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।   

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Oct 2014, 03:44 PM
Updated : 16 Oct 2014, 03:44 PM

বৃহস্পতিবার ভবানীপুরের কাতলামারা এলাকায় একটি বাড়িতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজেন ব্যানার্জী।

বিজেন ব্যানার্জী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই বাড়ি থেকে বিএসটিআইয়ের অনুমোদনহীন ‘সৌখিন’ ব্র্যান্ডের সরিষার তেল, সয়াবিন তেল এবং জিনসেং এনার্জি ড্রিংক পাওয়া যায়।

এসব পণ্য উৎপাদন ও বাজারজাত করে আসছিলেন শরাফ উদ্দিন ও মোরশেদ আলম নামে দুই ব্যক্তি ।  

এ দুই জনকে আটক করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুইটি মামলা করা হয়েছে।  এছাড়া প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা ও কারখানাটি সিলগালা করা হয়।

ম্যাজিস্ট্রেট বিজেন আরো জানান, ‘সৌখিন’ নামের কোনো প্রতিষ্ঠানের সনদ তারা দেখাতে পারেননি।

তারা সরিষার তেল নিজেরা তৈরি করতেন, যেগুলোর বাজারজাত করার কোনো লাইসেনন্স তাদের নেই।  এছাড়া বাজার থেকে বিভিন্নভাবে খোলা সয়াবিন তেল কিনে তারা বোতলজাত করে তাতে বিএসটিআইয়ের ছাপ দিত, যাতে বিএসটিআইয়ের কোনো অনুমোদন নেই।