ক্যাম্পাসে ছিনতাইয়ের শিকার ঢাবি শিক্ষক

নিজের ক্যাম্পাসেই ছিনতাইকারীর কবলে পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Oct 2014, 03:04 PM
Updated : 16 Oct 2014, 03:04 PM

বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে টিএসসি এলাকায় অস্ত্র ঠেকিয়ে ছিনতাইকারীরা ২ হাজার টাকা নিয়ে গেছে বলে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ড. সুধাংশু শেখর রায় জানিয়েছেন।

দোয়েল চত্বর থেকে রিকশায় চড়ে টিএসসির দিকে যাচ্ছিলেন শিক্ষক। টিএসসির দক্ষিণ পাশে উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্রের সামনে তিনি ছিনতাইকারীর কবলে পড়েন।  

ড. সুধাংশু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একজন ছিনতাইকারী তার গতিরোধ করে ‘রনি’ সম্বোধন করে অন্য একজনকে ডাকে।

“একজন রিকশায় আমার পাশে বসে পেটে পিস্তল জাতীয় কিছু একটা ঠেকায়। এরপর বলে ‘জানের মায়া থাকলে যা আছে সব দিয়ে দে’। তখন আমি মানিব্যাগ দিয়ে দিই্।”

মানিব্যাগে দুই হাজার টাকার সঙ্গে গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র ছিল বলে জানান ড. সুধাংশু।

তবে এই শিক্ষকের মোবাইল ফোনটি ছিনতাইকারীরা নেয়নি। “হয়ত কম দামি হওয়ায় মোবাইলটি নেয়নি,” বলেন তিনি।