বারৈয়ারহাটে ভারতীয় শাড়ি আটক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বারৈইয়ারহাট এলাকায় ৯৩০টি ভারতীয় শাড়ি ও ‍থ্রিপিস আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Oct 2014, 02:49 PM
Updated : 16 Oct 2014, 02:49 PM

বৃহস্পতিবার চট্টগ্রামের মীরসরাইয়ের অলিনগর সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা এ অভিযান চালান।

ফেনী ৪ বিজিবির ভারপ্রাপ্ত পরিচালক মেজর মোহাম্মদ শামীম ইফতেখার জানান, গোপন সংবাদ পেয়ে বিজিবি ফেনীর ছাগলনাইয়ার শুভপুর এলাকায় চেকপোট বসিয়ে তল্লাসি অভিযান চালাচ্ছিল।

বিষয়টি টের পেয়ে ভারতীয় শাড়ি বোঝাই পিআকটি পথ পরিবর্তন করে চট্টগ্রামের দিকে যাওয়ার চেষ্টা করে।

পরে ওই বিজিবি দলটি মীরসরাইয়ের অলিনগর সীমান্ত ফাঁড়িতে খবর দিলে তারা পিকআপটিকে ধাওয়া করে।

এক পর্যায়ে পিকআপটি বারোইয়ারটে রেখে এর চালক পালিয়ে যায়। পরিত্যক্ত পিকআপটি বিজিবি উদ্ধার করে ফেনী ক্যাম্পে নিয়ে আসে।

আটক পিকআপ থেকে ভারতীয় ৯৩০টি শাড়ি ও থ্রিপিস উদ্ধার করা হয়, যার আনুমানিক মুল্য ৩৩ লাখ টাকা।

কাপড়গুলো ফেনী শুল্ক অফিসে জমা দেয়ার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।