মেরি এন্ডারসনে আগুন:  তদন্তে কমিটি

ভাসমান রেস্তোরাঁ মেরি এন্ডারসনে আগুন লাগার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি করেছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Oct 2014, 02:26 PM
Updated : 16 Oct 2014, 03:58 PM

বৃহস্পতিবার দুপুরে রেস্তোরাঁটি পরিদর্শনে এসে এ কথা জানান বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান অপরূপ চৌধুরী।

পর্যটন কর্পোরেশনের পরিচালক (বাণিজ্যিক) কালীরঞ্জন বর্মণকে আহ্বায়ক করে গঠিত কমিটিতে সদস্য সচিব হিসেবে মহাব্যবস্থাপক (পূর্ত) ফরিদ আহম্মেদ ও সদস্য হিসেবে মহাব্যবস্থাপক (প্রশাসন) আনোয়ারুল হক সিকদার রয়েছেন।

অপরূপ চৌধুরী সাংবাদিকদের বলেন, অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটন, রেস্তোরাঁটির ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও পুরনো আদলে ফেরানোর বিষয়ে আগামী সাত দিনের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

এদিকে মেরি এন্ডারসনে আগুন লাগার ঘটনায় পৃথক দুটি জিডি করা হয়েছে বলে জানিয়েছেন ফতুল্লা মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান ।

ওসি আসাদুজ্জামান বলেন, একটি জিডি করেছেন রেস্তোরাঁ পরিচালনাকারী হক ট্রেডার্সের ব্যবস্থাপক মো. সালাউদ্দিন ও অন্যটি করেছেন পর্যটন কর্পোরেশনের ইউনিট ম্যানেজার নজরুল ইসলাম।

বুধবার রাতে নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত পর্যটন কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন রেস্তোরাঁটি পুড়ে যায় ।