লুডু খেলা নিয়ে কলহে চাচাকে খুন

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় লুডু খেলা নিয়ে বিরোধের জেরে দুই ভাইয়ের ছুরিকাঘাতে তাদের চাচা নিহত হয়েছেন। এ ঘটনায় ওই চাচার ছেলে আহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Oct 2014, 04:17 PM
Updated : 8 Oct 2014, 05:48 PM

নিহত হাবিজ উদ্দিন হাবি (৬০) উপজেলার টোক ইউনিয়নের সুলতানপুর গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে। তিনি এলাকায় ভাঙ্গারির ব্যবসা করতেন।

হাবির ছেলে আহত কবির হোসেনকে (২৫) কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

কাপাসিয়া থানার এসআই আমজাদ হোসেন জানান, তিন দিন আগে হাবির ভাতিজা বিল্লালের ছেলে বিজয় (৮) ও হাবির মেয়ের ঘরের নাতি রবির মধ্যে লুডু খেলায় বিরোধ হয় এবং এর জেরে বিজয় রবিকে চড় মারেন।

ওই ঘটনার জের ধরে বুধবার বিকাল ৫টার দিকে দু’পরিবারের লোকজন কলহে জড়িয়ে পড়েন।

এ সময় হাবি ঘটনাস্থলে গিয়ে ঝগড়ার কারণ জানতে চাইলে ভাতিজা বিল্লাল হোসেন (৪০) ও দুলাল মিয়া (৩৫) উত্তেজিত হয়ে হাবিকে বুকে ও পিঠে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই হাবির মৃত্যু হয়।

এ সময় তাকে রক্ষা করতে গিয়ে হাবির ছেলে কবিরও আহত হন।

ঘটনার পরপর ভাতিজারা পালিয়ে যান বলে পুলিশ কর্মকর্তা জানান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাবির লাশ উদ্ধার করে কাপাসিয়া থানায় ও আহত  কবির হোসেনকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। এ রির্পোট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে।