চট্টগ্রামে ইলিশ মাছ ও জাল জব্দ

ইলিশ মাছ ধরা ও বিক্রি বন্ধে চট্টগ্রামে অভিযান চালিয়ে ৮০ কেজি ইলিশ মাছ ও দুটি জাল জব্দ করেছে প্রশাসন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Oct 2014, 02:49 PM
Updated : 7 Oct 2014, 03:08 PM

সোমবার রাতে ও মঙ্গলবার সকালে নগরীর কর্ণফুলী বাজার, আনোয়ারা উপজেলার ঈশান মাঝির হাট ও কর্ণফুলী নদীতে পৃথক অভিযান চালানো হয়।

মঙ্গলবার সকালে কর্ণফুলী মার্কেট থেকে আটটি ইলিশ মাছ জব্দ করেন জেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা।

ভোরে কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা কর্ণফুলী নদী থেকে মাছ ধরার দুটি জাল জব্দ করেন।  

এর আগে সোমবার রাতে ঈশান মাঝির হাট থেকে প্রায় ৮০ কেজি ইলিশ মাছ জব্দ করে মৎস্য অধিদপ্তর।

জেলা মৎস্য কর্মকর্তা প্রভাতী দেব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উদ্ধার করা ৮০ কেজি ইলিশ মাছ আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে এতিমখানায় দেয়া হয়েছে।

এছাড়া কর্ণফুলী বাজার থেকে উদ্ধার করা আটটি মাছ নগরীর বায়তুশ শরফ মাদ্রাসা ও এতিমখানায় দেয়া হয়েছে।

জব্দ করা মাছ ধরার জাল দুটি পুড়িয়ে ফেলা হয়েছে।

অভিযান চলাকালে বিক্রেতারা ও জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা বা দণ্ড দেয়া সম্ভব হয়নি বলে জানান প্রভাতী দেব।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে ৫ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ ধরা, পরিবহন, মজুদ ও বিক্রি নিষিদ্ধ করেছে।

এ আদেশ অমান্যকারীদের জেল-জরিমানার বিধান রয়েছে।