নওগাঁর বাসচাপায় ৩ যুবক নিহত

নওগাঁ-রাজশাহী মহাসড়কের যাত্রীবাহী বাসের চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে ।

নওগাঁ প্রতিনিধি বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Oct 2014, 03:44 PM
Updated : 2 Oct 2014, 03:44 PM

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার বাবলাতলি নামক স্থানে এই দুর্ঘটনায় আহত হন আরও ১০ জন।

নিহতরা হলেন, সদর উপজেলার কিসমত কশবা গ্রামের আব্দুল মজিদ সরদার (৫৫), একই গ্রামের ফটিক হোসেন (৩৫) ও পাশের মনোহরপুর গ্রামের আবুল কাশেম (৫৫)।

নওগাঁ সদর মডেল থানার ওসি জাকিরুল ইসলাম বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকমকে বলেন, সদর উপজেলার পাকুরিয়া গ্রাম থেকে মোটরসাইকেলযোগে ওই তিনজন বাড়ি ফিরছিলেন । মহাসড়কের বাবলাতলিতে আসার পর নওগাঁ থেকে রাজশাহীগামী যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের ওপর  উঠে যায় । এতে ঘটনাস্থলেই তারা মারা যান।

তিনি জানান, এ সময় মহাসড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা খেয়ে বাসটি উল্টে অন্তত ১০ যাত্রী আহত হন । এদের মধ্যে গুরুতর আহত চারজনকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাসটিকে আটক করলেও চালককে আটক করতে পারেনি বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা জাকিরুল ।