স্পর্শকাতর মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ

মামলা জট এড়াতে স্পর্শকাতর মামলা সনাক্ত করে তা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Oct 2014, 02:03 PM
Updated : 2 Oct 2014, 02:03 PM
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে কমিটির সভাপতি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু সাংবাদিকদের একথা জানান।

তিনি বলেন, “অনেক মামলা জট লেগে আছে। তাই সেই সব মামলা থেকে সেনসিটিভ মামলাগুলো সনাক্ত করে তা নিষ্পত্তি করার নির্দেশ আইন মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে। আইনমন্ত্রী এই বিষয়ে পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।”

৫ জানুয়ারির নির্বাচনের আগে বছরজুড়ে চলা রাজনৈতিক সহিংসতার মামলাগুলো দিয়ে সরকার আন্দোলন দমন করতে চায় বলে বিএনপির অভিযোগ নাকচ করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য।

“রাজনৈতিক মামলা কোনো সেনসিটিভ মামলা নয়। আর বিরোধী দলের আন্দোলন দমাতে এই উদ্যোগ নয়, এটা মামলাজট কমাতে।”

মন্ত্রিসভা কমিটির বৈঠকে মোবাইলের ফোনের মাধ্যমে চাঁদাবাজি ঠেকাতে পদক্ষেপ নেওয়ার বিষয়েও আলোচনা হয়।

আমু বলেন, “বিদেশে আমাদের সিম পেতে অনেক কষ্ট করতে হয়, কিন্তু বাংলাদেশে তা হয় না। তাই মোবাইল ফোন কোম্পানিগুলোকে  রেজিস্ট্রেশন ছাড়া সিম বিক্রি না করার নির্দেশ দেওয়া হবে।”

ঈদের আইন-শৃঙ্খলা পরস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে বলেছে মন্ত্রিসভা কমিটি।

সভায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান, আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও শ্রম ও কর্ম সংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নু উপস্থিত ছিলেন।