বাগেরহাটে ভিজিএফের চাল উদ্ধার

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় চুরি হওয়া ভিজিএফের ১৪ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Oct 2014, 01:43 PM
Updated : 2 Oct 2014, 01:43 PM

বৃহস্পতিবার দিনভর অভিযান চালিয়ে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের কামলা গ্রাম থেকে চালগুলো উদ্ধার করার সময় তিনজনকে আটক করা হয় বলে জানান পুলিশ।

আটকরা হলেন, রামচন্দ্রপুর ইউনিয়নের কামলা গ্রামের ওবায়দুর শিকদার (৩২) এবং জিলবুনিয়া গ্রামের গ্রাম চৌকিদার সঞ্জয় কুমার মাঝি (২৪) ও রুহুল আমিন (৩৫)। এদের মধ্যে ওবায়দুর শিকদার ওই ইউনিয়নে ভিজিএফের চালের ওজন পরিমাপকারী ।

মোরেলগঞ্জ থানার এসআই আব্দুর রহিম জানান, বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কামলা গ্রামে অভিযান চালিয়ে সরকারি সিল মারা ১৪ বস্তা চাল উদ্ধার এবং তিনজনকে আটক করা হয়।

বুধবার গভীর রাতে আটক দুর্বৃত্তরা রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের গুদামের দরজা ভেঙে ভিজিএফের ১৪ বস্তা চাল চুরি করে বলে জানান তিনি ।

মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হালিম বলেন, "রামচন্দ্রপুর ইউনিয়নে তিন হাজার ১৭৫ জন ভিজিএফ কার্ডধারী দরিদ্র মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ কাজ চলছিল।

“বৃহস্পতিবার সকালে আমরা খবর পাওয়ার পর চুরি যাওয়া চাল উদ্ধার করি।"