ফেনীতে কুড়িয়ে পাওয়া বোমায় উড়ে গেল শিশুর কব্জি

ফেনীর সদরে কুড়িয়ে পাওয়া হাতবোমা বিস্ফোরণে এক শিশুর হাতের কব্জি উড়ে গেছে।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Oct 2014, 12:12 PM
Updated : 2 Oct 2014, 12:12 PM

বৃহস্পতিবার দুপুরে সদরের উত্তর মধুয়াই গ্রামে এ ঘটনা ঘটে।

আহত সাঈদ হোসেনকে (৮) চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। উপজেলার উত্তর মধুয়াই গ্রামের মিয়ার বাজার এলাকার আমিন করিমের ছেলে সাঈদ স্থানীয় মধুয়াই দারুল উলুম নুরানী মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী।

ফেনী মডেল থানার ওসি মাহাবুব মোর্শেদ জানান, দুপুরে উত্তর মধুয়াই গ্রামের মিয়ার বাজার এলাকায় কুড়িয়ে পাওয়া হাতবোমার বিস্ফোরণে সাঈদ হোসেন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ফেনী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অসীম কুমার সাহা বলেন, বিস্ফোরণে শিশুটির ডান হাতের কব্জি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তার মুখ ঝলসে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়েছে।

অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।