গোপালগঞ্জে ডাকাতের হামলায় আহত ৩

গোপালগঞ্জের কাশিয়ানীতে এক প্রবাসীর বাড়িতে ডাকাতিতে বাধা দেয়ায় তিন জনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। পালানোর সময় ডাকাত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Oct 2014, 08:13 AM
Updated : 2 Oct 2014, 08:13 AM

কাশিয়ানী থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, বুধবার রাতে উপজেলার কাগদি গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- টুটুল খান (২৮), তার ছেলে রেজওয়ান (৩) ও ভাই নূর ইসলাম খান (৩৫)।

এদের মধ্যে নূর ইসলাম খানকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুজন কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

আটকরা হলেন- উপজেলার ব্যাসপুর গ্রামের আরিফ হোসেন (৩৫), পিকুল খান (২২) ও এনামুল খান (৩৫)। এদের মধ্যে আরিফ উপজেলার জয়নগর এয়ার আলী খান ডিগ্রি কলেজে এমএলএসএস পদে চাকরি করেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, রাতে একদল ডাকাত নূর ইসলাম ও টুটুলের ঘরের বারান্দার গেইট ভেঙে ভেতরে ঢোকে। একটি মোটরসাইকেল, আট ভরি স্বর্ণালংকার ও নগদ ৪৫ হাজার টাকা নিয়ে চলে যাওয়ার সময় চিৎকার করলে ডাকাতরা তাদের কুপিয়ে আহত করে।

পরে মোটরসাইকেল ও একটি মাইক্রোবাসে করে পালানোর সময় জেলার নড়াইল সীমান্তবর্তী এলাকায় কাশিয়ানী থানার টহল পুলিশের সামনে পড়ে ডাকাত দল। এ সময় তাদের তিনজন মোটরসাইকেল ফেলে পালানোর সময় ধাওয়া করে তাদের আটক করে পুলিশ।

বাকিরা মাইক্রোবাসে করে পালিয়ে যায়।