নেত্রকোণায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ১

নেত্রকোণায় কেন্দুয়া উপজেলার একটি গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Oct 2014, 08:11 AM
Updated : 2 Oct 2014, 08:11 AM
নিহত ব্যক্তির নাম দীন ইসলাম (৩৫)। তার বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কেন্দুয়া থানার ওসি অভি রঞ্জণ দেব জানান, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত উপজেলার দুল্লী গ্রামে কয়েক দফা হামলা ও সংঘর্ষ হয়। এসময় এক পক্ষের অন্তত ৩০টি বাড়িঘরে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। এঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আধিপত্য বিস্তার নিয়ে দুল্লী গ্রামে দীর্ঘদিন ধরে কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হুমায়ূন কবীর চৌধুরী ও স্থানীয় নিজাম উদ্দিন মাস্টারের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল।

বুধবার রাতে নিজাম সমর্থকরা প্রতিপক্ষের বাড়িঘরে কয়েক দফা হামলা চালায়। বৃহস্পতিবার সকালে আবারও হামলা ও সংঘর্ষের এক পর্যায়ে দীন ইসলাম আহত হন। গুরুতর অবস্থায় দীনকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।