অবৈধপথে ভারত থেকে ফেরার পথে ১১ জন আটক

অবৈধ পথে ভারত থেকে ফেরার সময় সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া সীমান্ত থেকে ১১ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Oct 2014, 08:00 AM
Updated : 2 Oct 2014, 08:00 AM
সাতক্ষীরার নীলডুমুর ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শামছুল কবির জানান, দেবহাটা উপজেলার শাঁকরা বিওপির হাবিলদার আসাদুজ্জামানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল বুধবার রাতে কুলিয়া এলাকা থেকে তাদেরকে আটক করে।

এরপর বৃহস্পতিবার সকালে তাদের দেবহাটা থানায় হস্তান্তর করা হয়।

আটকরা হলেন- তারক মণ্ডল (৩০), মুক্তি মণ্ডল (১৯), দেবব্রত মণ্ডল (১৭), তাপস মণ্ডল (২২), কৃপা মণ্ডল (২২), হরিপদ মণ্ডল (২৮), বিপুল সরদার (১৮), সুনীল কুমার (৩৬), হিরনময় মণ্ডল (২২), ইলিয়াস শেখ (৪০) ও জুবায়ের শেখ (৪)। এদের সবার বাড়ি সাতক্ষীরার বিভিন্ন গ্রামে।

লেফটেন্যান্ট কর্নেল শামছুল কবির বলেন, “কয়েকদিন আগে তারা অবৈধভাবে ভারতে যায়। বুধবার গভীররাতে একইভাবে দেশে ফেরার সময় তাদের আটক করা হয়।”

তাদের বিরুদ্ধে দেবহাটা থানায় পাসপোর্ট আইনে একটি মামলা হয়েছে বলে জানান তিনি।

দেবহাটা থানার উপ-পরিদর্শক শরীফ মিয়াজি জানান, আটকদের আদালতে পাঠানো হয়েছে।