গরুর হাটে খাবার খেয়ে হাসপাতালে ১৭ ব্যবসায়ী

চট্টগ্রামের পতেঙ্গায় একটি গরুর হাটে রাতের খাবার খেয়ে ১৭ ব্যবসায়ী অসুস্থ হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Oct 2014, 07:43 AM
Updated : 2 Oct 2014, 07:43 AM

পতেঙ্গা থানার ওসি মো. শাহাবউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার রাতে পতেঙ্গার কাটগড় গরু বাজারে এ ঘটনা ঘটে।

পুলিশ রাতেই অসুস্থ ১৭ ব্যবসায়ীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

তাদের কয়েকজন হলেন- মজিবুল (৪০), সিরাজুল (৩৭), খালেদ (৩৫), সোবাহান (৪২), কাইয়ূম (৩২), জাহেদুল (৩০), জামিরুল (৪০), মহিদুল (৪২). শহীদুল (৩৫), ইয়ামিন (৪৫), আসাদুল (৩০), জিয়াউল (৩০), ইসলাম (২৮), রাজু (৩২)।

অসুস্থ সবাই চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। কোরবানির পশু বিক্রি করতে তারা চট্টগ্রামে এসেছেন।

হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই পংকজ বড়ুয়া জানান, রাত সাড়ে ১২টার দিকে ১৭ জনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে ১২ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

ওসি জানান, অসুস্থ কারো টাকা-পয়সা খোঁয়া যায়নি। খাবারে বিষক্রিয়ার কারণে এ ধরনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তবে খাবারে কেউ কিছু মিশিয়েছে কিনা সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু বলতে পারেনি পুলিশ।