অবৈধ পলিথিন: চট্টগ্রামে দুটি প্রতিষ্ঠানের জরিমানা

অবৈধ পলিথিন তৈরির সরঞ্জাম রাখায় বন্দর নগরীর দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Oct 2014, 04:03 PM
Updated : 1 Oct 2014, 04:03 PM

বুধবার নগরীর বায়েজীদ থানার ব্যাংক কলোনি ও খুলশী থানার বিদ্যুৎ অফিস এলাকায় অভিযান চালিয়ে প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করা হয়।

র‌্যাব-৭ এর একটি দলের সহায়তায় অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনসুর।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. সোহেল মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাংক কলোনি এলাকার ফিনিক্স প্যাক লিমিটেডকে অবৈধ পলিথিন তৈরির সরঞ্জাম রাখায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিদ্যুৎ অফিসের পাশের দোকান মালিক সেলিমকে একই অপরাধে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।