পূজা বন্ধ করে প্রতিবাদ

মন্দিরের জায়গা দখল ও হিন্দুদের মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে নয় ঘন্টা পূজা বন্ধ ছিল সিরাজগঞ্জের সলঙ্গা থানার চৈত্রহাটি শ্রী শ্রী জগদিশ্বরী মন্দিরে।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Oct 2014, 01:27 PM
Updated : 1 Oct 2014, 01:27 PM

স্থানীয় প্রভাবশালী দেলবার হোসেন হিন্দুদের নামে মামলা করায় এবং মন্দিরের জায়গা দখলের প্রতিবাদে বুধবার ভোর ৬টা থেকে বিকাল ৩টা পর্যন্ত পূজা অর্চনা বন্ধ রাখা হয় বলে জানিয়েছেন মন্দির কমিটির সভাপতি যুথিকা রায় চৌধুরী ডলি।

তিনি জানান, প্রশাসনের পক্ষ থেকে মন্দিরের জায়গা উদ্ধার ও মামলার সুষ্ঠু তদন্তের আশ্বাস পেয়ে বিকাল ৩টা থেকে আবার পূজা শুরু হয়।

সিরাজগঞ্জের পুলিশ সুপার এস এম এমরান হোসেন বলেন, "উল্লাপাড়া উপজেলা চেয়ারম্যান মারুফ-বিন-হাবিব ও অতিরিক্ত পুলিশ সুপার সুভাস চন্দ্র সাহা দুপুরে ওই এলাকায় যান। তারা মন্দির কমিটির লোকজনকে দখলকৃত মন্দিরের জায়গা ১৫ দিনের মধ্যে উদ্ধার ও মামলার সুষ্ঠু তদন্তের আশ্বাস দেন।