কাপাসিয়ায় গুলি করে টাকা ছিনতাই

গাজীপুরের কাপাসিয়ায় বাংলালিংকের বিক্রয় প্রতিনিধিকে গুলি করে এক লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।  

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Oct 2014, 01:20 PM
Updated : 1 Oct 2014, 01:20 PM

বুধবার দুপুরের এই ঘটনায় আহত পারভেজকে (২৫) গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রথমে তাকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও পরে তাকে পাঠানো হয় গাজীপুরে।

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আব্দুল্লাহ আল মোসাব্বের জানান, পারভেজকে প্রাথমিক চিকিৎসা দিয়ে গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি এখন আশঙ্কামুক্ত আছেন।

বাংলালিংকের কাপাসিয়া উপজেলার সুপারভাইজার মো. ফকরুল ইসলাম বাপ্পী জানান, পারভেজ কাপাসিয়ার ত্রি-মোহিনী বাজার থেকে টাকা সংগ্রহ করে সিএনজি অটোরিকশায় করে কাপাসিয়ার তরগাঁও ফিরছিলেন।

পথে উত্তরখামের এলাকায় দুপুর পৌনে ২টার দিকে দুটি মোটর সাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত আটোরিকশার গতিরোধ করে।

দুর্বৃত্তরা পারভেজের বাম উরুতে গুলি করে নগদ ১ লাখ টাকা ও বিভিন্ন মূল্যের এক হাজার পিস রিচার্জ কার্ড ও দুইটি মোবাইল ফোন সেট ছিনিয়ে নেয় বলে ফখরুল জানান।

কাপাসিয়া থানার এসআই মো. নাজমুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থল পরিদর্শনের পর বিষয়টি তদন্ত চলছে।