সাভারে অবৈধ স্থাপনা উচ্ছেদ, প্রতিবাদে ভাঙচুর

ঢাকা-আরিচা মহাসড়কের পাশের অবৈধ স্থাপনা ও ফুটপাতের দোকান উচ্ছেদ করার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে যানবাহনে ভাঙচুর চালিয়েছে স্থানীয় হকার্স লীগের নেতাকর্মীরা।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Oct 2014, 12:20 PM
Updated : 1 Oct 2014, 03:32 PM

বুধবার বিকাল ৪টার দিকে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক অবরোধ করে আওয়ামী হকার্স লীগ এবং ছিন্নমূল হকার্স লীগের সাভার থানা ও পৌর কমিটির নেতাকর্মীরা।

এ সময় মহাসড়কে চলাচল করা প্রায় ২৫/৩০টি গাড়ির কাচ ভাঙচুর করা হয়। ভেঙে ফেলা হয় মহাসড়কের মাঝের সড়ক বিভাজক।

আওয়ামী হকার্স লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা অভিযোগ করেন, ঈদ ও পূজার আগে কোন নোটিস ছাড়াই মহাসড়কের পাশের বিভিন্ন স্থাপনা ও ফুটপাতের দোকান গুড়িয়ে দেওয়া হয়েছে।

এতে দোকানিরা ক্ষুব্ধ হয়ে যানবাহন ভাংচুর করে।

ঈদ ও পূজায় মহাসড়কে ঘরমুখো যাত্রীদের ভোগান্তি এড়াতে সাভার উপজেলা প্রশাসন বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের পাশে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকার অবৈধ স্থাপনা ও ফুটপাতের দোকান উচ্ছেদ অভিযান চালায়।

উচ্ছেদের আগে কোন রকম মাইকিং কিংবা নোটিস না দিয়েই এ কাজ করা হয় বলে অভিযোগ করেন ক্ষতিগ্রস্ত দোকানি ও স্থাপনা মালিকরা।

এ ব্যাপারে সাভারের ইউএনও কামরুল হাসান বলেন, উচ্ছেদের আগে একাধিক বার সাভার বাজার বাসস্ট্যান্ড ও এর আশপাশের এলাকায় মাইকিং করা হয়েছে।

তদন্ত কমিটি গঠন

এদিকে, রাত ৮টা দিকে ঘটনাস্থল পরির্দশন করেছেন সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী  ওবায়দুল কাদের।

সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রণালয়ের যুগ্ন-সচিব শফিকুল ইসলামকে আহবায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেন তিনি।

কমিটির অন্য সদস্যরা হলেন, ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবুল ফজল মীর ও ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আজিম।

তদন্ত কমিটিকে সাত কর্ম দিবসের মধ্যে রির্পোট দাখিলের নির্দেশ দেন মন্ত্রী।