ফেনীতে ২০ হাজার লিটার ভেজাল সয়াবিন তেল জব্দ

ফেনীতে ভ্রাম্যমাণ আদালত ও র‌্যাবের যৌথ অভিযানে ২০ হাজার লিটার ভেজাল সয়াবিন তেল জব্দ এবং তিনজনকে আটক করা হয়েছে।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Oct 2014, 12:02 PM
Updated : 1 Oct 2014, 12:02 PM

বুধবার দুপুরে শহরের তাকিয়া রোডের বিভিন্ন কারখানায় ভেজাল তেল জব্দ অভিযান চালায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

ফেনী র‌্যাব ক্যাম্পের উপ পরিচালক জসিম উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে তাকিয়া রোডে কিছু ব্যবসায়ী নামি-দামি কোম্পানির বোতলজাত করে খোলা তেল বিক্রয় করে আসছিল।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যবসায়ী পালিয়ে গেলেও বিসমিল্লাহ স্টোর, রুবাইয়া সয়াবিন তেল, রাজমুকুট কারখানা, শান্ত তেলের আড়তে অভিযান চালানো হয়।

অভিযানে তেল জব্দ ছাড়াও ৩০ হাজার খালি বোতল, এক লাখ বিভিন্ন তেল কোম্পানীর স্টিকার ও ১০টি মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

এ ভেজাল তেল বিক্রির দায়ে আটক ৩ ব্যবসায়ীকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডিতরা হলেন- রাজমুকুট কারখানার মালিক আবুল হোসেনের ছেলে আবুল বশর (৪৫)ও তার ছেলে মোহাম্মদ মেসবা (২৪), বিসমিল্লাহ কারখানার ম্যানেজার আবদুল মুন্সীর ছেলে আলা উদ্দিন (৩৫)।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ম্যাজিস্ট্রেট শরিফুল আলম তানভীর জানান, বিশুদ্ধ খাদ্য আইনে আটকদের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

জব্দ তেল ও মালমালের আনুমানিক মূল্য ধরা হয়েছে ২১ লাখ টাকা। বিকেলে র‌্যাব ক্যাম্পে জব্দ করা মালামাল আগুনে ধ্বংস করা হয়।