ঢাকায় সভা সমাবেশ ‘শুধু সোহরাওয়ার্দীতে’

যানজট এড়াতে ঢাকার ভেতরে সোহরাওয়ার্দী উদ্যানের চারটি পয়েন্ট ছাড়া আর কোথাও সভা-সমাবেশ করতে দেয়া হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Oct 2014, 08:50 AM
Updated : 1 Oct 2014, 09:02 AM
বুধবার ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন অথরিটির (ডিটিসিএ) এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

পরে গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে কাদের সাংবাদিকদের বলেন, “ডিটিসিএ’র সভার সিদ্ধান্ত অনুযায়ী জনস্বার্থে ও যানজট কমাতে সড়কের পরিবর্তে সোহরাওয়ার্দী উদ্যানের চারটি পয়েণ্টে রাজনৈতিক দলের সভা সমাবেশ করার অনুমতি দেয়া হবে।”

এছাড়া কেবল সাপ্তাহিক ছুটির দিনেই ঢাকায় সভা সমাবেশের অনুমতি দিতে প্রধানমন্ত্রীর কাছে একটি প্রস্তাব পাঠানো হবে বলে জানান মন্ত্রী।

তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।

কাদের বলেন, রাজধানীর রাস্তায় মিছিল সমাবেশের কারণে যানজট তীব্র হয়, যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। তাতে সাধারণ মানুষ দুর্ভোগে পড়ে।

সড়কে চলাচল নির্বিঘ্ন করতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে রাস্তার ওপর বসানো অবৈধ গরুর হাট উচ্ছেদ করা হচ্ছে বলেও পরিবহনমন্ত্রী জানান।