দুই লঞ্চের মাঝে নৌকা, বুড়িগঙ্গায় মা-ছেলের মৃত্যু

ঢাকার সদরঘাটে একটি লঞ্চ ও একটি তেলবাহী নৌযানের মাঝে পড়ে নৌকাডুবে এক মাসের সন্তানসহ এক নারীর মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Oct 2014, 06:19 AM
Updated : 1 Oct 2014, 07:34 AM

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি জামালউদ্দিন মীর জানান, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বুড়িগঙ্গায় এ দুর্ঘটনায় নিহতের স্বামীও আহত হয়েছেন, নিখোঁজ রয়েছেন তার মা। 

নিহতরা হলেন- খাদিজা বেগম (২৫) ও তার ২৮ দিন বয়সী ছেলে ওবায়দুল্লাহ।

আহত ওহাব মিয়াকে (২৮) মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শাশুড়ি সেতারা বেগমকে (৬০) খুঁজতে ফায়ার সার্ভিসের ডুবুরিদের খবর দেয়া হয়েছে। 

ওহাব মিয়া

ওহাব মিয়া হাসপাতালে বিডিনিউজ টোয়েন্টিফোরকে ডটকম জানান, তিনি সাভারে এক ব্যক্তির প্রাইভেট কার চালান। ছুটিতে পটুয়াখালীর গলাচিপায় গ্রামের বাড়ি যাওয়ার জন্য সকালে গাবতলী থেকে ওয়াটার বাসে করে ওয়াইজ ঘাটে আসেন।

এরপর পটুয়াখালীর লঞ্চে ওঠার জন্য নৌকায় করে নদীর ভেতরে যাওয়ার সময় দুর্ঘটনায় পড়ে তাদের নৌকা।

“দুই লঞ্চের মাঝখানে পড়ে চাপ খেয়ে আমাদের নৌকা ডুবে যায়। তারপর আশেপাশের লোকজন নৌকা নিয়ে আমাদের তোলে।”

দুর্ঘটনায় শিশু ওবায়দুল্লাহর মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আর তার মা খাদিজার মাথাও থেঁতলে যায়।

ওসি জামালউদ্দিন মীর বলেন, “ঘটনাস্থলে পুলিশ রয়েছে। সেতারা বেগমের খোঁজে ফায়ার ব্রিগেডকে খবর দেয়া হয়েছে। তবে স্থানীয়রা তল্লাশি চালাচ্ছেন।”