চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকা থেকে ইসলামী ছাত্রশিবিরের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ, যার বিরুদ্ধে নাশকতা ও ভাংচুরের অভিযোগ রয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Sept 2014, 07:50 PM
Updated : 30 Sept 2014, 07:50 PM
মঙ্গলবার রাত ৮টার দিকে কেবি আমান রোডের মনজুর ভিলার বাসা থেকে মোহাম্মদ রায়হান (২৩) নামে ওই শিবির নেতাকে গ্রেপ্তার করা হয়।

নগরীর চন্দনপুরা এলাকার দারুল উলুম মাদ্রাসার শিক্ষার্থী রায়হান শিবিরের সাথী। তিনি নগরীর বাকলিয়ায় স্থায়ীভাবে বাস করলেও তার বাড়ি সাতকানিয়ায়। তার বাবার নাম মনজুর আলম।

বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, ছাত্রশিবিরের মিছিলের প্রস্তুতির সময় রায়হানকে গ্রেপ্তার করা হয়।

রায়হান শিবিরের বাকলিয়া থানার বড় মিয়া মসজিদ উপ কমিটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

ওসি মহসিন বলেন, রায়হানের বিরুদ্ধে গত বছর বিভিন্ন সময়ে বাকলিয়া এলাকায় নাশকতা-ভাংচুরের ঘটনায় তার সম্পৃক্ততার প্রমাণ রয়েছে।

“এছাড়া তার কাছ থেকে ঈদ পরবর্তী বাকলিয়া এলাকায় নাশকতা পরিকল্পনার বেশকিছু গোপন নথি পাওয়া গেছে,” বলেন তিনি।