হজে গিয়ে ৩২ বাংলাদেশির মৃত্যু

এ বছর সৌদি আরবে হজ করতে গিয়ে মারা গেছেন ৩২ জন বাংলাদেশি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Sept 2014, 03:55 PM
Updated : 30 Sept 2014, 03:55 PM

রোববার রাতে সরকারের সবশেষ হজ বুলেটিনে বলা হয়, গত ২৭ অগাস্ট হজ ফ্লাইট শুরুর পর থেকে ২৯ সেপ্টেম্বর মধ্যরাত পর্যন্ত বাংলাদেশি ছয় নারীসহ ৩২ জনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে ২৪ জন মক্কায়, সাত জন মদিনায় এবং একজন জেদ্দায় মারা গেছেন।

সবশেষ সোমবার কুষ্টিয়ার মোহাম্মদ আশরাফ হোসাইন (৬৫) মক্কায় মারা গেছেন। তার পাসপোর্ট নম্বর বিবি০৮২০৭৫২।

এ বছর সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে এক লাখ ১৯১ জনের হজে যাওয়ার কথা রয়েছে।

রোববার সৌদি আরব স্থানীয় সময় রাত ১২টা পর্যন্ত বাংলাদেশ থেকে বেসরকারি ব্যবস্থাপনার ৯৪ হাজার ৫৩৩ জন এবং সরকারি ব্যবস্থাপনার এক হাজার ৫০৬ জন হজযাত্রী সেখানে পৌঁছেছেন।

আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত হজ ফ্লাইট শেষে আগামী ৮ অক্টোবর থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে। হজ অনুষ্ঠিত হবে আগামী ৩ অক্টোবর।