চট্টগ্রামে পূজামণ্ডপে মাইকের ব্যবহার বন্ধের আহ্বান

চট্টগ্রামের পূজামণ্ডপগুলোয় এবার মাইকের পরিবর্তে সাউন্ডবক্স ব্যবহারের আহ্বান জানিয়েছেন মহানগর পুলিশ (সিএমপি)কমিশনার আবদুল জলিল মণ্ডল।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Sept 2014, 01:19 PM
Updated : 30 Sept 2014, 01:19 PM

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত বৃহস্পতিবার সিএমপি সদর দপ্তরে চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন কমিটি ও থানা কমিটির সঙ্গে বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয় বলে মঙ্গলবারের বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, শিক্ষার্থীদের লেখাপড়া, আশপাশের লোকজনের শব্দজনিত বিরক্তি ও হৃদরোগীদের কথা বিবেচনা করে দুর্গাপূজায় মাইকের পরিবর্তে সাউন্ডবক্স ব্যবহারের আহ্বান জানিয়েছেন সিএমপি কমিশনার আবদুল জলিল মণ্ডল।

এ বছর চট্টগ্রাম মহানগরীর ১৬টি থানা এলাকায় ‌এবার মোট ২২৭টি মণ্ডপে পূজা হচ্ছে।