সিলেটে মাছ নিয়ে বচসা, গুলি-লাঠিপেটা

সিলেটে মাছ কেনা নিয়ে পুলিশের এক পুলিশ সদসের সঙ্গে বচসার জের ধরে সড়ক অবরোধ করেছেন ব্যবসায়ীরা।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Sept 2014, 12:14 PM
Updated : 30 Sept 2014, 12:14 PM
মঙ্গলবার দুপরে নগরীর রিকাবীবাজারে এ ঘটনা ঘটে।

ব্যবসায়ীরা জানান, দুপুর ১টার দিকে রিজার্ভ পুলিশের এসআই ফারুক রিকাবীবাজারে মাছ কিনতে যান। মাছ কেনা নিয়ে ব্যবসায়ীর সঙ্গে বিতণ্ডার একপর্যায়ে এসআই ফারুক মাছ ছুড়ে ফেলে দেন।

এ ঘটনার প্রতিবাদে রিকাবীবাজারের ব্যবসায়ীরা রিকাবীবাজার-চৌহাট্রা, রিকাবীবাজার-সুবিদবাজার সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

খবর পেয়ে কোতোয়ালি থানার সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন ও ওসি আসাদুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধ তুলে নিতে ব্যবসায়ীদের অনুরোধ করেন।

তবে ব্যবসায়ীরা অবরোধ তুলে নিতে অপরাগতা প্রকাশ করলে পুলিশ চার রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে ও ব্যবসায়ীদের লাঠিপেটা করে।

রিকাবীবাজারের মাছ ব্যবসায়ী আশরদ আলী জানান, পুলিশের লাঠিপেটায় আবদুর রব হাজারী ও আজির উদ্দিন নামে দুই ব্যবসায়ী আহত হয়েছেন।

সিলেট কোতোয়ালি থানার ওসি আসাদুজ্জামান জানান, পুলিশের কেউ দুর্ব্যবহার করলে ব্যবসায়ীরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করতে পারতেন। কিন্তু সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা বেআইনি।

এ ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।