বন্যপ্রাণী আইনে নূর হোসেনের কারাদণ্ড

বন্যপ্রাণী সংরক্ষণ আইনের একটি মামলায় নারায়ণগঞ্জে সাত খুনের প্রধান আসামি নূর হোসেনকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Sept 2014, 10:01 AM
Updated : 30 Sept 2014, 10:01 AM

মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক এইচ এম শফিকুল ইসলাম এ রায় দেন।

একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআইওয়ান) মো. নাছির আহম্মেদ।

তিনি বলেন, এ মামলায় এটাই সর্বোচ্চ শাস্তি।

ফাইল ছবি

মামলার নথি থেকে জানা যায়, গত ১৫ মে নূর হোসেনের শিমরাইল মোড়ের বাড়িতে অভিযান চালায় নারায়ণগঞ্জ পুলিশ। ওই বাড়ি থেকে উদ্ধার করা হয় বিরল প্রজাতির বেশ কয়েকটি পাখিসহ প্রায় ৪১ প্রজাতির বন্যপ্রাণী।

ঢাকা রেঞ্জের বন কর্মকর্তা মো. ফজলুর রহমান ওই দিনই বন্যপ্রাণী সংরক্ষণ আইনে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে এ মামলা দায়ের করেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন শাহজাদা দেওয়ান। তবে আসামি পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

নায়ারয়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর নূর হোসেন বর্তমানে ভারতের কলকাতার একটি কারাগারে আটক আছেন।  সাত খুনের মামলায় বিচারের মুখোমুখী করতে তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে।