জনসংখ্যা নিয়ন্ত্রণে বাংলাদেশের অর্জন অবিশ্বাস্য: মজীনা

জনসংখ্যা নিয়ন্ত্রণে বাংলাদেশের অর্জন অবিশ্বাস্য বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূত ড্যান মজীনা।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Sept 2014, 09:43 AM
Updated : 30 Sept 2014, 09:43 AM

মঙ্গলবার সকালে চট্টগ্রামের আগ্রাবাদে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আঞ্চলিক পণ্যাগার পরিদর্শনে এসে তিনি এ মন্তব্য করেন।

পরিদর্শনের আগে এক অনুষ্ঠানে রাষ্ট্রদূতকে অধিদপ্তর ও পণ্যাগারের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জানানো হয়।

অনুষ্ঠানে মজীনা বলেন, “বাংলাদেশ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা খুব দ্রুত অর্জন করতে চলেছে। বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার কমিয়ে ফেলেছে। শিশু এবং মাতৃমৃত্যুর হারও কমিয়ে এনেছে।

ফাইল ছবি

“১৯৭১ সালে বাংলাদেশে জন্মহার ছিল ছয় দশমিক তিন, এখন তা কমে দুই দশমিক তিনে এসেছে। আশা করি, পরবর্তী স্বাস্থ্য জরিপে তা আরো কমে আসবে। এ অর্জন অবিশ্বাস্য।“

অধিদপ্তরের কর্মকর্তাদের উদ্দেশ্যে রাষ্ট্রদূত বলেন, “যারা এসব কাজ করেছেন তাদের দেখতেই এখানে আসা। এখানে (পণ্যাগারে) যেসব উপকরণ আছে তা না থাকলে জন্মহার নিয়ন্ত্রণ সম্ভব হত না।

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক কাজী মো. শফিউল আলম অনুষ্ঠানে বক্তব্য দেন।

উপস্থিত ছিলেন অধিদপ্তরের উপ-পরিচালক ড. শেখ রোকন উদ্দিন, কর্মকর্তা শাহ আলম ও আবদুল কাদের।

অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন অধিদপ্তরের সহকারী পরিচালক আবুল কালাম।

১৯৯২ সালে ১৯ হাজার বর্গফুটের এ পণ্যাগার নির্মিত হয়।