অবৈধভাবে ভারত যাওয়ার সময় বেনাপোলে আটক ১৫

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় যশোরের বেনাপোলে নারী ও শিশুসহ ১৫ জনকে আটক করেছে বিজিবি।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Sept 2014, 09:01 AM
Updated : 30 Sept 2014, 09:01 AM

মঙ্গলবার সকালে পুটখালি সীমান্তের মসজিদ পোস্ট এলাকা থেকে এদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, যশোরের নাজমুল হোসেন (২২), জাহাঙ্গীর আলম (২৭), কুষ্টিয়ার অমল পাল (৪৫), বুলবুল হোসেন (২৫), খুলনার পংকজ দেবনাথ (৩০), রুস্তম আলি (২৫), বাসুদেব সানা (২২), মাদারীপুরের তপু মিস্ত্রী (২০), আব্দুল কাদের (৪৫), সাতক্ষীরার রুহুল আমিন (২৩), লিপিকা সরকার (২৩), তার মেয়ে সান্তনা (৩), নড়াইলের আরিফুল ইসলাম (২৭), তার স্ত্রী বিপা বিবি (২২) ও মেয়ে আছিয়া খাতুন (২)।

খুলনা ২৩ বিজিবি ব্যাটালিয়নের পুটখালি ক্যাম্পের কমান্ডার সুবেদার সামছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিথ্যা প্রলোভন দেখিয়ে দালালরা ভারতে পাচার করছে এমন খবর পেয়ে বিজিবি টহল দল অভিযান চালায়। এ সময় পুটখালির মসজিদ পোস্ট থেকে এদের আটক করা হয়।

তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে সঙ্গে থাকা দালালরা পালিয়ে যায় বলে জানান তিনি।

আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় অবৈধ পারাপারের অভিযোগে মামলা হয়েছে বলে বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান জানিয়েছেন।