বিসিএস প্রিলিমিনারির নতুন সিলেবাস

নতুন নিয়মে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Sept 2014, 08:58 AM
Updated : 8 Dec 2021, 02:19 PM

মঙ্গলবার কমিশনের ওয়েবসাইটে বিসিএস প্রিলিমিনারির পরিবর্তিত সিলেবাস প্রকাশ করা হয়।

আগে এক ঘণ্টায় ১০০ নম্বরের প্রিলিমিরারি পরীক্ষা হলেও ৩৫তম বিসিএস থেকে এই পরীক্ষা হবে ২০০ নম্বরে, সময় থাকবে দুই ঘণ্টা।

নতুন সিলেবাস অনুযায়ী, বাংলা ভাষা ও সাহিত্যে ৩৫ নম্বর, ইংরেজি ভাষা ও সাহিত্যে ৩৫, বাংলাদেশ বিষয়াবলী ৩০, আন্তর্জাতিক বিষয়াবলী ২০ এবং ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনায় ১০ নম্বরের পরীক্ষা হবে।

এছাড়া সাধারণ বিজ্ঞানে ১৫, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ১৫, গাণিতিক যুক্তি ১৫, মানসিক দক্ষতা ১৫ এবং নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন বিষয়ে ১০ নম্বরের প্রশ্ন থাকবে।

এক হাজার ৮০৩টি পদে নিয়োগ দিতে গত ২৩ সেপ্টেম্বর ৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

এই বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে ৩০০, পুলিশে ৫০ জনসহ সাধারণ ক্যাডারে মোট ৪৫৫ জনকে নিয়োগ দেয়া হবে।

এছাড়া প্রফেশনাল ও টেকনিক্যাল ক্যাডারে ৪৮৪ জন, শিক্ষা ক্যাডারে ৮২৯ জন এবং সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে ৩৫ জনকে নিয়োগ দেয়া হবে।

আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময়ে ৩৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেয়া হবে বলে জানিয়েছে পিএসসি।