কেরানীগঞ্জে গুলিবিদ্ধ ঝুট ব্যবসায়ীর মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জে সন্ত্রাসীদের গুলিতে আহত ঝুট ব্যবসায়ী চিকিসাধীন অবস্থায় মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Sept 2014, 05:21 AM
Updated : 30 Sept 2014, 05:21 AM

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি জামাল উদ্দিন মীর জানান, মঙ্গলবার ভোরে লালমাটিয়ার এশিয়ান কার্ডিয়াক অ্যান্ড জেনারেল হাসপাতালে আরমান হোসেনের (২৮) মৃত্যু হয়।

সোমবার সন্ধ্যায় কেরানীগঞ্জের আগানগরে নিজ বাসার সামনে গুলিবিদ্ধ হন তিনি। তাকে প্রথমে মিটফোর্ড হাসপাতালে, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সর্বশেষ লালমাটিয়ার ওই হাসপাতালে নেন স্বজনরা।  

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, আরমানের মাথার পেছনের অংশে একটি গুলি লাগে।

নিহত আরমান ঝুট ব্যবসায়ী ছিলেন বলে জানিয়েছেন তার বড় ভাই আসাদ।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সন্ধ্যায় আরমান বাসার কাছে একটি চায়ের দোকানে বসে ছিল। কিছুক্ষণ পর দুই/তিনজন যুবক এসে আরমানকে গুলি করে পালিয়ে যায়।”

মঙ্গলবার সকাল ১১টা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।