বাংলাদেশ এখন সমৃদ্ধির পথে: সিনেটর মেনেন্ডেজ

বাংলাদেশের অগ্রগতির ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন সিনেটের পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান রবার্ট মেনেন্ডেজ। 

নিউইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Sept 2014, 04:20 PM
Updated : 29 Sept 2014, 04:20 PM

২৮ সেপ্টেম্বর নিউ জার্সির ইউনিয়ন সিটি হাইস্কুলে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরীর সঙ্গে আলাপচারিতার সময় ডেমোক্র্যাট দলের সিনেটর মেনেন্ডেজ বলেন, বাংলাদেশ সমৃদ্ধির পথে দ্রুত এগিয়ে চলেছে।

প্রেস সচিবের সঙ্গে থাকা ওয়েস্ট নিউ ইয়র্ক সিটির বোর্ড অব ইলেকশনের নির্বাচিত সদস্য এবং কম্যুনিটি লিডার নাসরীন আলম রীতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান।

নাসরীন আলম বলেন, “অনুষ্ঠানে প্রেস সচিবের সঙ্গে আলাপচারিতায় রবার্ট মেনেন্ডেজ বলেছেন, বাংলাদেশের জন্য কাজ করে তিনি আনন্দ পান।”

এ সময় শামীম চৌধুরী সিনেটরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা পৌঁছে দিয়ে তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

এই অনুষ্ঠানের আগে নিউ ইয়র্কের মেডিসন স্কোয়ার গার্ডেনে এক অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন সিনেটর ম্যানেন্ডেজ।

যুক্তরাষ্ট্র কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য গ্রেস মেং ওই অনুষ্ঠানে বক্তব্য দেন।

বছরখানেক আগে বিএনপি নেতৃত্বাধীন জোটের সরকারবিরোধী সহিংস আন্দোলনের সময় মেনেন্ডেজের সভাপতিত্বেই সিনেট কমিটিতে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে শুনানি হয়।

বাংলাদেশে সহিংসতা নিয়ে ওই শুনানিতে উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি।