নোয়াখালীতে স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

যৌতুকের দাবিতে গর্ভবতী স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছে নোয়াখালীর একটি আদালত।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Sept 2014, 04:04 PM
Updated : 29 Sept 2014, 04:04 PM
মৃত্যদণ্ডপ্রাপ্ত রাশেদ উদ্দিন (৩০) হাতিয়া উপজেলার চরচেঙ্গা গ্রামের নুরুল ইসলাম চৌকিদারের ছেলে।

নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) সাঈদ আহমেদ সোমবার আসামির উপস্থিতে এই রায় দেন বলে ওই ট্রাইব্যুনালের পিপি হুমায়ুন কবির হিরু জানিয়েছেন।   

তিনি জানান,  ২০০৯ সালে  রাশেদের সাথে হাতিয়া উপজেলারই জাহাজমারা গ্রামের মোজ্জামেল হোসেনের মেয়ে আসমিনা খাতুনের বিয়ে হয়।

বিয়ের পর থেকে রাশেদ যৌতুকের জন্য বিভিন্ন সময় স্ত্রীকে মারধর করতেন। এক পর্যায়ে ২০১০ সালের ২৩ অগাস্ট রাতে গর্ভবতী স্ত্রী আসমিনাকে (২০) শ্বাসরোধ করে হত্যা করেন সে।

ঘটনার পরদিন নিহতের পিতা বাদি হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে আসমিনার স্বামী, শ্বশুর নুরুল ইসলাম চৌকিদার, তার দুই আত্নীয় রফিক উদ্দিন ও সামছু উদ্দিনসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

শুনানি শেষে আদালত রাশেদ উদ্দিনকে (৩০) মৃত্যুদণ্ড ও বিশ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন।

অপর ৩ আসামি নির্দোষ প্রমাণিত হওয়ায় তাদেরকে খালাস দেয়া হয়।