সাজার ৮ বছর পর পলাতক আসামি গ্রেপ্তার

হত্যামামলায় যাবজ্জীবন সাজা হওয়ার আট বছর পর রাজশাহীর বাগামারা উপজেলায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Sept 2014, 03:21 PM
Updated : 29 Sept 2014, 05:53 PM
সোমবার বিকাল ৬টার দিকে উপজেলার মরুগ্রাম বাজার থেকে আসাদুল ইসলাম (৪২) নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয় বলে বাগমারা থানার ওসি আবু ওবাইদা জানিয়েছেন।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ঝিকড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ মরু হত্যা মামলায় আসাদুলের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল।

ওসি আবু ওবাইদা বলেন, “২০০৩ সালে রাজশাহী মহানগরীর ঘোষপাড়া মোড়ে খুন হন ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপি নেতা আব্দুল হামিদ মরু।

“২০০৬ সালে এ মামলার রায় ঘোষণা করা হয়। রায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আসাদুল পালাতক ছিলেন। সম্প্রতি তার বাড়ি ফিরে আসার খবর পেয়ে পুলিশ তাকে মরুগ্রাম বাজার থেকে গ্রেপ্তার করে।”

তিনি বলেন, “আসাদুল এক সময় চরমপন্থী নেতা ছিলেন। ২০০৬ সালে তিনি দেশ ছেড়ে পালিয়ে যান। দীর্ঘদিন প্রবাসে থাকার পর সম্প্রতি তিনি গ্রামের বাড়িতে ফিরে আসেন।”