নাটোরে যুবদল নেতার ওপর বোমাহামলা

নাটোর শহর যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মালেককে লক্ষ্য করে হাতবোমা হামলার অভিযোগ পাওয়া গেছে। তবে এই ঘটনায় তিনি অক্ষত রয়েছেন।

নাটোর প্রতিনিধি.বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Sept 2014, 03:07 PM
Updated : 29 Sept 2014, 03:07 PM

সোমবার সন্ধ্যায় শহরের কানাইখালি সেতু এলাকায় ওই হামলার ঘটনা ঘটে বলে নাটোর সদর থানার ওসি ফরিদুল ইসলাম জানিয়েছেন।  

তিনি বলেন, “সন্ধ্যা পৌণে ৬টার দিকে শহর মালেক কানাইখালি এলাকায় নাটোর-রাজশাহী সড়কের পাশের একটি দোকানে চা পান করছিলেন। এসময় কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে চারটি ককটেল ছুঁড়ে পালিয়ে যায়।

“ককটেলগুলো বিস্ফোরিত হলেও সৌভাগ্যক্রমে মালেকের শরীরে লাগেনি।”

ঘটনার পর আব্দুল মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি তাৎক্ষণিক ঘটনাটি বুঝতে পেরে দ্রুত ঘটনাস্থল থেকে দৌঁড়ে আত্মরক্ষা করেছি।”

নাটোর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, “হামলাকারীদের গ্রেপ্তারের জন্য শহরের বিভিন্ন মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। আশা করছি তাদের আটক করা সম্ভব হবে।”

তবে রাত ৮টা পর্যন্ত এঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।