বিআরটিএতে অভিযান, ২৩ ‘দালালের’ সাজা

রাজধানীর মিরপুরে বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়ে ২৩ ‘দালালকে’ বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Sept 2014, 02:29 PM
Updated : 29 Sept 2014, 02:29 PM

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে র‌্যাব-৪ এর ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল আমিন জানান, দালালচক্রটি অর্থের বিনিময়ে ভুয়া ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস সার্টিফিকেট ইত্যাদি করিয়ে দেওয়ার কথা বলে প্রতারণাসহ নানাভাবে মানুষকে হয়রানি করছিল।   

“অভিযানে ২৩ জনকে মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ এর ১৪০ ধারা অনুযায়ী বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।”

এর মধ্যে আশিকুর রহমান আকাশ ও হাসানুজ্জামান নামে দুইজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া ১৪ জনকে ২০ দিন এবং সাতজনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে, বলেন ম্যাজিস্ট্রেট আল আমিন।