চট্টগ্রামে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

অগ্নি নির্বাপণ ব্যবস্থা ও ফায়ার সার্ভিসের সনদ ‍না থাকায় চট্টগ্রামের একটি বিপণি বিতানসহ পাঁচ প্রতিষ্ঠানকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Sept 2014, 02:22 PM
Updated : 29 Sept 2014, 02:22 PM

সোমবার নগরীর চান্দঁগাও এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

আনিসুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অগ্নি নির্বাপণ প্রতিরোধ আইন ২০০৩ এর ৪ ধারায় কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও বিপণি বিতানের মালিক সমিতিকে জরিমানা করা হয়।

এর মধ্যে কবির টাওয়ার ব্যবসায়ী মালিক সমিতিকে ৪০ হাজার, আলী আকবর মার্কেটের শাহ আমানত স্টোরকে ১০ হাজার, মোহরা এলাকার দ্য জামান হোটেলকে ১০ হাজার, কামাল বাজার ব্যবসায়ী সমিতিকে ৫০ হাজার ও আবদুর রউফ ইউনিক বোর্ড মিলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।