মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, চট্টগ্রামে দোকান সিলগালা

অননুমোদিত ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় চট্টগ্রামে একটি দোকান সিলগালা করে দিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Sept 2014, 12:54 PM
Updated : 29 Sept 2014, 12:54 PM

সোমবার নগরীর পাইকারি ওষুধের বাজার হাজারী লেইনে অভিযান চালিয়ে একই অভিযোগে ১৩টি ওষুধের দোকান থেকে এক লাখ ৩০ হাজার টাকা জরিমানাও আদায় করা হয় বলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসান জানান।

র‌্যাব ও ওষুধ প্রশাসনের সদস্যদের নিয়ে বেলা ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই অভিযানে অননুমোদিত এবং মেয়াদোত্তীর্ণ ২০ কার্টন ওষুধও জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসান বলেন, “অভিযানের সময় ‘জ্যোতি ফার্মেসি’ নামে একটি দোকানের মালিক দোকানে তালা লাগিয়ে পালিয়ে যান। পরে তালা ভেঙে সেখান থেকে বিভিন্ন ধরনের অনুমোদনহীন ওষুধ জব্দ করে দোকান সিলগালা করে দেয়া হয়।”

ওষুধ ছাড়াও এসব দোকান থেকে অনুমোদনহীন বেশ কিছু খাদ্যপণ্য জব্দ করা হয় বলে রাকিব হাসান জানান।