চুয়াডাঙ্গায় ৭ কোটি টাকার ভারতীয় পণ্য উদ্ধার

চুয়াডাঙ্গার জীবনগর থেকে ভারতীয় পণ্য বোঝাই একটি ট্রাককে ধাওয়া করে কুষ্টিয়ার খোকসায় আটক করেছে বিজিবি।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Sept 2014, 10:54 AM
Updated : 29 Sept 2014, 10:54 AM

সোমবার বেলা ১২টায় চুয়াডাঙ্গার-৬ বিজিবি ব্যাটালিয়নের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল এসএম মনিরুজ্জামান জানান, বিজিবির ধাওয়া খেয়ে সোমবার সকাল সাড়ে ৫টার দিকে কুষ্টিয়ার খোকসা উপজেলার গারুলপাড়া গ্রামে  ট্রাকটি ফেলে পালিয়ে যায় চোরাচালানিরা।

পরে ট্রাকটি তল্লাশি করে সাত হাজার ৭২২টি ভারতীয় শাড়ি, ৪০৮টি ভারতীয় থ্রি-পিস, ১১ হাজার ৭০০ মিটার ভারতীয় থান কাপড় পাওয়া যায়।

উদ্ধার মালামালের আনুমানিক মূল্য সাত কোটি ১৬ লাখ ১৭ হাজার টাকা বলে জানান তিনি।

তিনি বলেন, গোপনে খবর পেয়ে বিজিবি সদস্যরা রোববার গভীর রাতে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত এলাকা থেকে ট্রাকটিকে অনুসরন করে। চোরাচালানের মালামালসহ ট্রাকটি দ্রুতগতিতে প্রথমে ঝিনাইদহের দিকে পালিয়ে যায়। সারা রাত ধরে ট্রাকটি বিভিন্ন মহাসড়ক ও অভ্যন্তরীণ সড়ক ব্যবহার করে আত্মগোপনের চেষ্টা করে।

“ব্যর্থ হয়ে মালামালসহ ট্রাকটি ফেলে চোরাকারবারীরা পালিয়ে যায়। বিজিবি সদস্যরা সেটি উদ্ধার করে চুয়াডাঙ্গায় বিজিবি-৬ এর প্রধান কার্যালয়ে নিয়ে আসে।”