পাচারের সময় সাতক্ষীরায় ৫০০ কেজি ইলিশ আটক

ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় সাতক্ষীরা শহর থেকে ৫০০ কেজি ইলিশ মাছ আটক করেছে বিজিবি।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Sept 2014, 07:43 AM
Updated : 29 Sept 2014, 07:43 AM
সাতক্ষীরা-৩৮ বিজিবি ব্যাটালিয়নের অপারেশন কর্মকর্তা মেজর আহসান জানান, সোমবার ভোররাতে শহরের সুলতানপুর পিটিআই মাঠ সংলগ্ন এলাকা থেকে এগুলো আটক করা হয়।

এ ঘটনায় পাচারকারী চক্রের কাউকে আটক করা যায়নি বলে জানান তিনি।

বিজিবি কর্মকর্তা বলেন, শহরের সুলতানপুর বড় বাজার এলাকা থেকে ইলিশ মাছের একটি বড় চালান ভারত সীমান্তের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এমন খবর পেয়ে বিজিবির একটি টহল দল অভিযান চালায়। এরপর পিটিআই মাঠ সংলগ্ন এলাকায় গাড়িতে তোলার জন্য ৩৪টি কার্টনে ভরে রাস্তার পাশে রাখা ইলিশ মাছগুলো জব্দ করা হয়।।

উদ্ধার করা ইলিশের আনুমানিক বাজার মূল্য পাঁচ লাখ টাকা বলে জানান তিনি।