নারায়ণগঞ্জে সেপটিক ট্যাংকের গ্যাসে ২ জনের মৃত্যু

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে এক নির্মাণ শ্রমিকসহ দুই জনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়েছেন আরো দুইজন।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Sept 2014, 06:47 AM
Updated : 29 Sept 2014, 06:47 AM

মৃতরা হলেন- উপজেলার আলীনগর এলাকার শাহাদাৎ হোসেন (২৮) ও নির্মাণ শ্রমিক ফরহাদ (২৯)।

ফরহাদ উপজেলার মদনগঞ্জ সোহেলবাড়ি ঘাট এলাকার বাদল মিয়ার ছেলে।

গুরুতর অসুস্থরা দুজন হলেন- নির্মাণ শ্রমিক সুমন মিয়া (৩৮) ও নাজিম (৪৫)। তারা উপজেলার মদনগঞ্জ ও আলীনগর এলাকার বাসিন্দা।

তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বন্দর থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, সোমবার সকাল ৯টার দিকে উপজেলার আলীনগর এলাকায় আব্দুল মালেক মিয়ার বাড়ির সেপটিক ট্যাংক নামেন ফরহাদ, সুমন ও নাজিম।

মালেকের আত্মীয় শাহাদাতও এ সময় তাদের সঙ্গে ট্যাংকে নামেন।

“নামার পরপরই ট্যাংকের বিষাক্ত গ্যাসে তারা অসুস্থ হয়ে পড়েন। উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা শাহাদাৎ ও ফরহাদকে মৃত ঘোষণা করেন।”

পরে বাকি দুজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান ওসি।