পাচারকালে দেড় হাজার কেজি ইলিশ আটক

ভারতে পাচারকালে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকা থেকে প্রায় দেড় হাজার কেজি ইলিশ মাছ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

জ্যেষ্ঠ প্রতিবেদকও জেলা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Sept 2014, 05:41 AM
Updated : 29 Sept 2014, 04:39 PM

শেষ মৌসুমে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে জেলেদের জালে। ভোলার মনপুরা থেকে নিয়ে আসা ইলিশ চাঁদপুর বড় স্টেশন রোড মোকামে তুলছেন জেলেরা। ছবিটি রোববার তোলা।ছবি: মুস্তাফিজ মামুন/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সোমবার ভোররাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মাদলা এলাকা থেকে এক হাজার ৪১০ কেজি ইলিশ মাছ ভর্তি কভার্ড ভ্যান আটক করা হয় বলে ১২ বিজিবির ভারপ্রাপ্ত কমান্ডার মেজর তসলিম জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভারতে ইলিশ মাছ পাচার হচ্ছে-এমন সংবাদের ভিত্তিতে ভোররাত ৪টার দিকে মাদলায় অভিযান চালিয়ে মাছগুলো আটক করা হয়।”

এ ঘটনায় কেউ আটক হয়নি বলে জানান তিনি।