ভোলা-বরিশাল রুটে ২ ফেরি বিকল

ভোলা-বরিশাল রুটে চলাচলকারী তিনটি ফেরির মধ্যে দুইটি বিকল হয়ে গেছে। এতে উভয়ঘাটে তীব্র যানজটের কারণে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা।

ভোলা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Sept 2014, 03:48 PM
Updated : 28 Sept 2014, 03:48 PM

বিআইডব্লিউটিসি জানায়, রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত ভোলা অংশের ভেদুরিয়া ঘাটে প্রায় দুই শতাধিক ও বরিশাল অংশের লাহারহাট অংশে শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।

বিআইডব্লিউটিসির ম্যানেজার (বাণিজ্য) আবু আলম হাওলাদার জানান, ভোলা-বরিশাল রুটের তেঁতুলিয়া নদীর ভেদুরিয়া থেকে লাহার হাট পর্যন্ত পথে তিনটি ফেরি চলাচল করে।

গত ১৯ জুলাই যান্ত্রিক ত্রুটির কারণে অপরাজিতা নামের একটি ফেরি বিকল হয়ে যায়। এখনো সেটি মেরামত হয়নি।

গত ২৬ সেপ্টেম্বর বিকল হয় কৃষ্ণচূড়া নামের অপর ফেরিটি।

সচল আছে শুধু দোলনচাঁপা নামের ফেরিটি। এ ফেরি ১০টি গাড়ি পারাপার করতে পারে।  

আবু আলম আরো জানান, অপরাজিতা একদিনের মধ্যেই চলাচলের উপযোগী হবে। কৃষ্ণচূড়াও মেরামতের কাজ চলছে।