সাতকানিয়ায় অস্ত্রসহ শিবিরকর্মী গ্রেপ্তার

চট্টগ্রামের সাতকানিয়ায় অস্ত্রসহ ইসলামী ছাত্র শিবিরের এক কর্মীকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Sept 2014, 03:23 PM
Updated : 28 Sept 2014, 03:23 PM

রোববার সন্ধ্যায় উপজেলার বাজালিয়া ইউনিয়নের বড় দোয়ারা হাট থেকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার নাজিম উদ্দিনকে (৩০)। 

তার বিরুদ্ধে যুবলীগ নেতা জব্বার হত্যাসহ ১১টি মামলা আছে বলে পুলিশ জানায়।

সাতকানিয়া থানার এসআই নাজমুল হক বলেন, জামায়াত ইসলামীর সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীর সন্ত্রাসী বাহিনী ‘রফিক-জসীম’ বাহিনীর অন্যতম সদস্য নাজিম।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নাজিমকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি এলজি ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

“গ্রেপ্তারের জন্য পুলিশ নাজিমকে ঘিরে ফেললে সে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ার চেষ্টা চালিয়েছিল।”

এসআই নাজমুল বলেন, গত ১২ ফেব্রুয়ারি সাতকানিয়ার ছদহা হাই স্কুল মাঠে পুলিশের সঙ্গে ‘রফিক-জসীম’ বাহিনীর সদস্যদের গুলি বিনিময়ের সময় নাজিম সেখানে ছিলেন।

রফিক-জসীম গুলিবিদ্ধ হয়ে সেদিন পুলিশের হাতে ধরা পড়েন। পড়ে চিকিৎসাধীন অবস্থায় জসীম মারা যান।