কোরবানির হাটে পশু চিকিৎসক দল

ঢাকা সিটি করপোরেশনের আওতাধীন সব কোরবানির পশুর হাটে ভেটেরিনারি চিকিৎসকসহ একটি মেডিকেল টিম কাজ করবে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Sept 2014, 03:23 PM
Updated : 28 Sept 2014, 03:23 PM

রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবন মিলনায়তনে ঈদ উপলক্ষে রোববার ‘প্রাণিস্বাস্থ্য সেবা প্রদান ও গরু মোটাতাজাকরণ’ শীর্ষক এক আলোচনা সভায় এই তথ্য জানানো হয়।

মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনস্বাস্থ্য নিশ্চিত করতে ও রোগাক্রান্ত পশু বিক্রিরোধে ঢাকা সিটি করপোরেশনের আওতাধীন সব পশুর হাটে ভেটেরিনারী চিকিৎসকসহ একটি মেডিকেল টিম কাজ করবে।

“ক্রেতাদের চাহিদার ভিত্তিতে মেডিকেল টিম রোগাক্রান্ত পশু নির্ণয়ে প্রয়োজনীয় সহায়তা দেবে। চিকিৎসক দল হাটে কোন পশু অসুস্থ্য হয়ে পড়লে সেগুলোরও চিকিৎসার ব্যবস্থা করবে।”

ঢাকার বাইরে বাংলাদেশর বড় বড় কোরবানীর হাটেও এই সেবা দেয়া হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক অজয় কুমার রায়ের সভাপতিত্বে প্রধান ভেটেরিনারী কর্মকর্তা ডা. এ বি এম শহীদুল্লাহ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. আলী নূর, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

দেশের বিভিন্ন অঞ্চলের প্রাণিসম্পদ কর্মকর্তারা আলোচনা সভায় উপস্থিত ছিলেন।