পুলিশ পরিচয়ে অপহরণের চেষ্টা, গ্রেপ্তার ২

রাজশাহীতে পুলিশ পরিচয়ে অপহরণের সময় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Sept 2014, 03:10 PM
Updated : 28 Sept 2014, 03:10 PM

রোববার নগরীর বিসিক মোড়ে এ ঘটনার সময় তাদের হাতে আটক কলেজ ছাত্র আসিফ ইকবাল স্মরণকে (১৬) উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।  

গ্রেপ্তাররা হলেন নগরীর জিন্নানগর এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে আরিফ (২৪) এবং একই এলাকার মোকাদ্দেস আলীর ছেলে সেন্টু খান রিপন (২৬)।

উদ্ধার হওয়া আসিফ রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ট্রাফিক বিভাগের কর্মকর্তা আব্দুর রশিদের ছেলে এবং রাজশাহী শিক্ষাবোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

আসিফ জানান, বেলা ১২টার দিকে নগরীর উপশহর এলাকার বাসা থেকে বিসিক মোড়ে গেলে কয়েকজন যুবক তার পথরোধ করে।

ওই যুবকরা তাকে বলে, এখানে বেয়াদবি করছ কেন তোমাকে বোয়ালিয়া থানায় যেতে হবে। আমরা পুলিশের লোক।

এরপর তারা তাকে জোর করে একটি মোটরসাইকেলে তোলার চেষ্টা করে।

এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অপহরণকারীরা জানায় আসিফ তাদের ছোট ভাই। একটু বেয়াদবি করেছে। তখন লোকজন চলে যায়।

এ সময় ওই এলাকায় টহল পুলিশ দেখে তাদের ডাকেন আসিফ।

বোয়ালিয়া মডেল থানার ওসি এসএম আব্দুস সোবহান জানান, পুলিশের গাড়ি দেখে ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় দুজনকে আটক করা হয়।

নগরীতে একটি ছিনতাইকারি চক্র গড়ে উঠেছে, যারা পুলিশের নাম করে বাইরে থেকে আসা ছাত্রদের কাছে থেকে ফোন ও নগদ টাকা ছিনতাই করে।

এ চক্রের দুই সদস্যকে হাতেনাতে আটক করা হয়েছে এবং তাদের কাছে আটক কলেজ ছাত্রকেও উদ্ধার করা হয়েছে।