ফেনীতে ছিনতাই হওয়া অ্যাম্বুলেন্স গোপালগঞ্জে উদ্ধার

ফেনীর একটি হাসপাতালের ছিনতাই হওয়া অ্যাম্বুলেন্স গোপালগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুই যুবককে আটক করা হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Sept 2014, 02:40 PM
Updated : 28 Sept 2014, 02:40 PM

রোববার ভোরে গোপালগঞ্জের মুকসুদপুর পেট্রোলপাম্প থেকে অ্যাম্বুলেন্সটি উদ্ধার করা হয়।

আটকৃতরা হলেন ঢাকার আশুলিয়া থানার জেদ্দার বাজার এলাকার মাইনুদ্দীনের ছেলে আকাশ (২৫) ও মুকসুদপুর উপজেলার টেংরাখোলা গ্রামের আলমঙ্গীর মোল্লার ছেলে রাজীব মোল্লা (২৬)।

শুক্রবার রাতে চট্টগ্রাম থেকে ফেরার পথে ফেনীর আল কেমী হাসপাতালের অ্যাম্বুলেন্সটি ছিনতাই হয়।

হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক আবদুল মান্নান বলেন, “উন্নত চিকিৎসার জন্য এক রোগীকে শুক্রবার রাতে চট্রগ্রাম মেডিকলে কলেজ নামিয়ে ফেনীতে ফিরছিল অ্যাম্বুলেন্সটি।

“পথে চট্টগ্রামের বারইয়ারহাট এলাকা থেকে যাত্রীবেশে পাঁচ ছিনতাইকারী অ্যাম্বুলেন্সে ওঠে।

“তারা অ্যাম্বুলেন্সের চালক আবুল কালামকে হাতমুখ বেঁধে কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকায় ফেলে অ্যাম্বুলেন্সটি নিয়ে যায়।”

মুকসুদপুর থানার এসআই কামরুল  জানান, ভোরে মুকসুদপুর পেট্রোল পাম্পের সামনে সন্দেহজনকভাবে অ্যাম্বুলেন্স নিয়ে ঘোরাফেরার সময় ওই দুই যুবককে জিজ্ঞাসাবাদ করে ছিনতাইকৃত অ্যাম্বুলেন্সটি উদ্ধার করা হয়। 

অ্যাম্বুলেন্সে থাকা কাগজপত্র দেখে ফোন করলে প্রকৃত মালিকের সন্ধান পান বলেও জানান তিনি।